বাস্তবের গল্প
…………………….. ইসমাইল হোসেন
ছুঁয়ে গেছে স্বপ্ন ছুঁয়ে যাচ্ছে মন
লিখছি যেন গল্পের বাস্তব জীবন
লেখাটা আঁকাবাঁকা কথা গুলো ঘোরে ডাকা
একাকী ছুঁয়ে মন একাই চলা বাস্তব জীবন
সত্য বলবো এবার করেছি পণ
কথার মাঝে কথা লুকিয়ে আছে
নানা রঙের মানুষ ঘিরে
রঙ্গিন মুখে রঙিন কথা
মুখে তাদের বড় কথা
মুখের বুলিতে জ্ঞানিজ্ঞানি ভাব
নজর দিলে পাবে নৌতিকতার অভাব
রসের বুলিতে খই ফুটনো কথা
মুখোশের উপরে সমাজসেবী ভাব
নজর দিলে খুঁজে পাবে হন্য স্বভাব
স্বার্থের আহরণে কথার মারপ্যাঁচ
মিষ্টি কথার হাট
কথার পিঠে কথা দিয়ে
নতুন ঘটনার প্রভাত ,
ঘটনাতে লুকোচুরি ঘটনাতে সমাজসেবী ভাব
ঘটনা ঘটনাতে তার অন্ধভাব
ছুঁয়ে গেছে স্বপ্ন ছুঁয়ে যাচ্ছে মন
লিখছি যেন গল্পের বাস্তব জীবন