হারাতে চাই
=————————-=
ভাবতে আর লাগে না ভালো. ..
বাস্তবটা কেন লাগে আলোর মাঝেই কালো …
তোকেই ছাড়া আমার হৃদয়ে কেমন সকাল বেলার কাকের বসবাস …
তোকেই হারাতে চাই …
চাই না কোন নতুন সর্বনাশ …
তোকে পেয়েছি ভেবেই করছি নিজেই নিজের সর্বনাশ …
তোকেই হারিয়ে যাওয়ার স্বপ্নটা নিজের বাস্তবতায় দেখতে চাই …
সাদা কালো মনের খোলসা ঘুড়িটা আগের মতই আকাশে উড়াতে চাই …
বাস্তবটা বুজার মত মানুষ চাই …
স্বপ্ন বাসনা থেকে দূরে সরে এসেছে এই হৃদয় …
ভেবে ভেবেই শুধু কষ্ট হয় …
ক্ষণিকের আবেগে তোর কথা মনে হয় …
বাস্তবতা আনবে তোমার জীবনে পরাজয় …
বুঝবে তখন মনুষত্ব কারে কয় …
বাস্তবতাই পিরেয়ে দিবে আত্নবিশ্বাসের জয় …
ইসমাইল হোসেন
১১,১০,১৩