———————— ইসমাইল
তির তরঙ্গে বাঁজায় বাঁশী…
কারো মনে শোকের দহন …
কারো মনে বেজায় হাঁসি …
মানুষ মরলে কার কি আসে
আড়ালে তো মন্ত্রীও হাঁসে …
উপর দিয়ে লোনা জল …
ভিতরে তো সবই নকল …
লাশ যদিও নাইবা মিলে …
মিলতে পারে মাছ …
তাতে-ই হয়তো মিঠবে নৌ-মন্ত্রীর মনের খাস …
চুপি চুপি হাঁসি যে চির বিদায়ের হাঁসি যদি কেও তা জানতো,
হৃদয়ের ডোরে বেধে তোমাদের আপনের ক্রোড়ে ফিরিয়ে আনতো
তোমরা কাঁদালে আমাদের পদ্মার বুকে ঘুমিয়ে,
যদি জানতাম আসবেনা ফিরে কপোল ভিজাতাম চুমিয়ে …
যেতেতো দিতাম না নদীর পাড়ে …
পদ্মার অভিশাপ আসলো গড়ে আমাদের ঘরে …
আগে যদি জানতাম দিতামনা যেতে …
তির তরঙ্গে বাঁজায় শোকের বাঁশী…
সর্বনাশী পদ্মা কেঁড়ে নিলো মুখের হাঁসি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *