চুপি চুপি কষ্ট
ইসমাইল হোসেন
=————————-=

তোমার চিঠিগুলো না ফেরার পথে …
আসতে যদি আবার ফিরে সুখের ধূলো মেখে …
চেনা স্বপ্ন বুকে কষ্টের স্মৃতির নদী …
দহনের তলায় চুপি চুপি পায় …
যেমনি ঘূর্ণিহাওয়া আসে,
হৃদয়ে আবেগের বেশে …
সুখ গুলো নিয়ে যায় কষ্ট এসে …
গোধূলি আলো দেখে মেঘেরা ভাসে…
বৃষ্টির রিমঝিম কষ্টের কাছে নিজেকে লুকাতে একটু হাঁসে …
তেমনি ক্ষত হৃদয়, আলোরিত স্বপ্নের মানুষের ছেড়া চিঠিগুলো,
ফিরুক আবার না ফেরার পথ থেকে …
মনের স্বর্গপূরে অভিমান দূরেপেলে …
আসুক আবার ফিরে তোমার চিঠিগুলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *