আমার স্বপ্নে হারিয়ে যাই
=—————–=
আমি আমার স্বপ্নে হারিয়ে যাই …
সেই ভালোবাসার মাঝেই কষ্টের ক্ষত অনুভূতি খুজেই পাই …
সাংসারিক ব্যাস্ততায় আর অভাক বাস্তবতায় আমার দিন কেটে যায় …
বালিকা আজ আর আমি নেই তোমার অপেক্ষায় …
বসেই আছি আগের মত নিরালায় …
নেই আজ আর কোন পথ আমার অচেনা …
বালিকা তোদের সব কল্পনাই আজ আমার জানা …
হতে চাইনা আজ আমি লাভ গুরু …
তোমাদের সাথে বাস্তব সাজাতে গিয়ে …
আমাদের জীবনের বাস্তবতার শুরু …
আমি অভাক হয়ে আমার প্রানে চেয়ে র‍ই …
আমি আমার স্বপ্নে হারিয়ে যাই …
বাস্তবতার জগতে বালিকা তোমায় ছাড়াই সুখ খুজেই পাই …
আমি অভাক হয়ে চেয়ে র‍ই …

ইসমাইল হোসেন
১১,১০,২০১৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *