আবেগ …
——————————————————–
তোমার অপেক্ষায় আজ বসে আছে গভীর অরন্য …
গভীর বনের অদ্ভুদ মনের কোন এক হতভাগ্যা পরুষ …
আমি ভেবেই আবাক হয়ে রই কেন এই আবেগের খেলা , …
কখনো সূর্য হাঁসি … কবুও বৃষ্টির কান্না , কিছুটা সময় হৃদয়ের ঘূর্ণিজড় …
বাস্তবে উঁকি দেয় তোমার সৃতি মনে হলে হৃদয় ক্ষরণ …
কে সেই তুমি ?
কেন তোমাকে নিয়ে এত সংকল্প … ?
কেন ভুলা যায় না কিছু মানুষকে … ?
জানি সব অভান্ত্রব প্রশ্নের কোন উত্তর নেই !
কেন উত্তর নেই সেই সব প্রশ্নের ?
কারন পৃথিবীটা আসলে স্বপ্ন দেখার জায়গা …
তাই বলেই কি স্বপ্নই দেখবো ?
তাই আর কি করা জীবন পথের মাঝিকে কি থামিয়ে দিব ?
নাকি বাস্তবতার সাগরের সাথে আবার পাল্লা দিতে শুরু করবো ?
হারিয়েছে তাতে কি ?
সব তো ঠিকই আছে আগের মতই …
শুধু একটু খানি জং পড়েছে শুধুর মনের কোনেই …
তাতে হয়েছে কি ?
বাস্তবটা খুব কাছ থেকে বুজতে শিখেছি …
কেউতো হারায় নি …
শুধু আবেগের বাস্তব নোকায় একটু ফাঁকি দিয়েছে ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *