স্বপ্নের সকালের হাল্কা কুয়াশা ডাকা ভোঁর

স্বপ্নের সকালের হাল্কা কুয়াশা ডাকা ভোঁর ..
কেটে নেয় যেন বন্ধু তোর মনের অবুঝ ঘোর …
ভেবে ভেবে দিন পার বলোনা বন্ধু তুমি শুধুই আমার …
মনের আবেগে তোমার পিরে আসার ধ্বনি শুনতে পাই,
চোখের সীমানায় বন্ধু তোমার আবাস নাই …
সেই স্বপ্নের অন্ধকারে বন্ধু তোমায় খুঁজে পাই …
সেই আবির রাঙ্গা ভোঁরে বাতশের ঘনকাটা শব্দে তোমার হাসি শুনতে পাই …
রোদেলা ক্ষণে বন্ধু তোমায় খুঁজে না পাই …
আমি তোমার কথা ভেবে স্বপ্নের রঙে আঁকা সৃতি গুলো একাই এঁকে যাই …
দুঃখকে তোমার অস্তিত্ব বুঝাতে চাই …
তোমায় ভেবে রাত করি ভোর ……….
কখন কাটবে বন্ধু তোমার অবুঝ ঘোর …
উদাস চোখে স্বপনের সুখ…
সব ভাল লাগার আনন্দে ভাসে আমার বুক …
সৃতির কথা ভেবে হারিয়ে যায় মনের সব সুখ …