স্বপ্ন দেখি একা আমি,
তপ্তখরা মেঘের দেশে …
বন্ধু তোর দোষর হবো তোকেই ভালোবাসে …
স্বপ্ন রঙ্গিন আঁকাশটা ছুঁয়ে দিবো তোর মনে …
উতাল পাতাল বাদলা হাওয়া বয়ে যাবে আমার মনে …
কেন জোছনা দেখালি তপ্তখরা মেঘের দেশে…
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর,
এখনো ধরণী হয়নি শীতল
এখনই চলে যাবি স্বপ্ন বল ?
এখনো দেখা শেষ হয়নি তোকে……
বন্ধু তোর দোষর হবো তোকেই ভালোবাসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *