=——স্বার্থপর—–

আসলে মানুষ অনেক স্বার্থপর ……
নিজেই নিতে চায়না নিজের কর্মফল …
অবাক এই জগতে …
ভাবতেই কেন আজ অবাক লাগে …
স্বপ্নটা করা মনে হয় যাদুগরের যাদু …
বাস্তব জীবনে কষ্টের মাঝেই কিন্তু ফলটা সুস্বাদু

বাস্তবের গল্প

বাস্তবের গল্প
…………………….. ইসমাইল হোসেন

ছুঁয়ে গেছে স্বপ্ন ছুঁয়ে যাচ্ছে মন
লিখছি যেন গল্পের বাস্তব জীবন
লেখাটা আঁকাবাঁকা কথা গুলো ঘোরে ডাকা
একাকী ছুঁয়ে মন একাই চলা বাস্তব জীবন
সত্য বলবো এবার করেছি পণ
কথার মাঝে কথা লুকিয়ে আছে
নানা রঙের মানুষ ঘিরে
রঙ্গিন মুখে রঙিন কথা
মুখে তাদের বড় কথা
মুখের বুলিতে জ্ঞানিজ্ঞানি ভাব
নজর দিলে পাবে নৌতিকতার অভাব
রসের বুলিতে খই ফুটনো কথা
মুখোশের উপরে সমাজসেবী ভাব
নজর দিলে খুঁজে পাবে হন্য স্বভাব
স্বার্থের আহরণে কথার মারপ্যাঁচ
মিষ্টি কথার হাট
কথার পিঠে কথা দিয়ে
নতুন ঘটনার প্রভাত ,
ঘটনাতে লুকোচুরি ঘটনাতে সমাজসেবী ভাব
ঘটনা ঘটনাতে তার অন্ধভাব
ছুঁয়ে গেছে স্বপ্ন ছুঁয়ে যাচ্ছে মন
লিখছি যেন গল্পের বাস্তব জীবন

পদ্মায় লঞ্চ ডুবি

———————— ইসমাইল
তির তরঙ্গে বাঁজায় বাঁশী…
কারো মনে শোকের দহন …
কারো মনে বেজায় হাঁসি …
মানুষ মরলে কার কি আসে
আড়ালে তো মন্ত্রীও হাঁসে …
উপর দিয়ে লোনা জল …
ভিতরে তো সবই নকল …
লাশ যদিও নাইবা মিলে …
মিলতে পারে মাছ …
তাতে-ই হয়তো মিঠবে নৌ-মন্ত্রীর মনের খাস …
চুপি চুপি হাঁসি যে চির বিদায়ের হাঁসি যদি কেও তা জানতো,
হৃদয়ের ডোরে বেধে তোমাদের আপনের ক্রোড়ে ফিরিয়ে আনতো
তোমরা কাঁদালে আমাদের পদ্মার বুকে ঘুমিয়ে,
যদি জানতাম আসবেনা ফিরে কপোল ভিজাতাম চুমিয়ে …
যেতেতো দিতাম না নদীর পাড়ে …
পদ্মার অভিশাপ আসলো গড়ে আমাদের ঘরে …
আগে যদি জানতাম দিতামনা যেতে …
তির তরঙ্গে বাঁজায় শোকের বাঁশী…
সর্বনাশী পদ্মা কেঁড়ে নিলো মুখের হাঁসি …

জীবনের একটা বিশেষ রং হচ্ছে আশা/স্বপ্ন …

জীবনের একটা বিশেষ রং হচ্ছে আশা/স্বপ্ন …
বিশেষ রঙটি না থাকলে জীবন পরিপূর্ণ করা সম্ভব নয় …
বা কোন ধাপ অগ্রসর বা অগ্রগামী হওয়া সম্ভব নয় …
…………………………… আমার মতেঃ ইসমাইল

চুপি চুপি কষ্ট

চুপি চুপি কষ্ট
ইসমাইল হোসেন
=————————-=

তোমার চিঠিগুলো না ফেরার পথে …
আসতে যদি আবার ফিরে সুখের ধূলো মেখে …
চেনা স্বপ্ন বুকে কষ্টের স্মৃতির নদী …
দহনের তলায় চুপি চুপি পায় …
যেমনি ঘূর্ণিহাওয়া আসে,
হৃদয়ে আবেগের বেশে …
সুখ গুলো নিয়ে যায় কষ্ট এসে …
গোধূলি আলো দেখে মেঘেরা ভাসে…
বৃষ্টির রিমঝিম কষ্টের কাছে নিজেকে লুকাতে একটু হাঁসে …
তেমনি ক্ষত হৃদয়, আলোরিত স্বপ্নের মানুষের ছেড়া চিঠিগুলো,
ফিরুক আবার না ফেরার পথ থেকে …
মনের স্বর্গপূরে অভিমান দূরেপেলে …
আসুক আবার ফিরে তোমার চিঠিগুলো …

*** মা ****

*** মা ****
ইসমাইল হোসেন
===————————===
মা এই জগতে তুমি খোদার রহমত …
তুমি যদি থাকো পাঁশে হবেনাতো কেয়ামত …
তুমি আমার এই জগতে প্রভুর সেরা দান …
মা তুমি ছাড়া মনে হয় সবই নিঃস্বপ্রান …
মা তুমি যদি থাকো পাশে …
অমবশ্য রতেই যেন অন্ধকারে স্বপ্নিল চাঁদটা মিষ্টি হাঁসে …
তোমার ও ছোঁয়া পেলে পৃথিবীটা স্বর্গ লাগে …
তুমি জগতের সৃষ্টির সেরা দান …
তুমি যদি থাকো পাঁশে পিরে আসে আমার প্রান …
মা তুমি হীনে জগত সংসার অন্ধকারের কালো …
মা যদি তুমি থাকো পাঁশে সবই যেন আমার কাছে চন্দ্রের মিষ্টি আলো …
মা তুমি যদি না থাকতে আসতোনাতো এই জগতে বিন্ধু কনা আলো …

২৩,১০,২০১৩