তুমি আমার সকালবেলার সূর্য আলো রশ্মির স্বপ্ন সুর
তপ্তখরা মেঘের দেশের উদাস করা অশ্রুভরাতুর
বিদায় আলোয় স্বপ্ন ভাঙ্গা সৃতিমধুর …
লাগেনা কেন ভালো ,
বিদায় আলোর কথা ভেবেই স্বপ্ন সব ঝরেই হয়ে যাচ্ছে অন্ধকারে কালো …
তুমি আমার স্বপ্নঝরা ফুল …
শিশির নাওয়া শুভ্রশুচি রানী মুকুল …
তুমি ঝরে যাবেনা ঝড়ে ভেবেই করেছি ভুল …
তুমি আমার রঙ্গিন স্বপ্নের স্বপ্নিল ফুল ..
রাতের রঙ্গিন আকাশে তোমার স্বপ্ন নিয়ে ভাবনাটাই ছিল আমার ভুল …
আর চাইনা কাউকে দিতে সেই সব ভুলের মাশুল …
বিদায় আলোয় স্বপ্ন ভাঙ্গা সৃতিমধুর …
তুমি আমার স্বপ্নঝরা ফুল …
যদি ঝরেই যাবে ঝড়ে কেন দিলে উঁকি …
রঙ্গিন স্বপ্নের স্বপ্নিল ফুল ..
=================

ইসমাইল
১৩,১০,১৩

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *