5758180520_eb7f1db211
———————–
চলে গেলাম …
আর আসবো না ফিরে …
তোদের অন্ধকার শহরে …
ভাবিস নে পথটা ভুলে গেছি …
সব ঠিকই আছে শুধু মনটা বদলিয়েছি …
ভাবিস নে কষ্ট পেয়েছি …
অতীতের ছেয়ে অনেক সুখেই আছি…
স্বপ্নকে ভুলে যেতে শিখেছি …
বাস্তবটাকে নিজের করে পেতে চাই …
সন্ন্যাসী র মত একাই জীবন কাটাতে চাই …
তবু কেন সৃতির মিনারায় মানুষ স্বপ্নের কাছে হারিয়ে যায় …
আর আসবো না ফিরে …
তোদের অন্ধকার শহরে …
চলবে সবই তোদের শহরে আগের মত …
কষ্ট পেয়ে মানুষের জীবন শুধু হবে ক্ষত …
তোদের শহর থাকবে সব সময় মাথা নত …
তোদের অন্ধকার শহরে জোনাকিরা আর দিবে না আলো …
তোদের অন্ধকার শহরটা অন্ধকারই থাকবে হবেনা কবুও আলো …
দুশর মেঘের আঁধারে হয়ে থাকবে সবই যেন কালো …
চলে গেলাম …
আর আসবো না ফিরে …

ইসমাইল
———
২০,১০,১৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *