আজকের ঈদ
=—————————–-=
ঈদের এই খুশীতে বলবো তোমায় আসিতে …
যদি একটু সময় পাও আমার বাড়ি ঘুরে যাও …
কোথাও যেন আজ অভিমানের ভীষণ আঁচ …
ঈদের এই খুশির দিনে সাঁজাও নিজের মনকে রঙ্গিন সাজে সাঁজ
ধনী গরীব সবাই আজ এসো মোর বাড়ি …
পূর্বের সব দুঃখ ভুলে ঈদের হাঁসি মনে তুলে …
দুঃখকে আজ থেকে বলে দাও আড়ি …
চল আজ দুঃস্বপ্নকে হারিয়ে বাস্তবের সাথে লড়ি …
ঈদের এই খুশীতে বলবো তোমায় আসিতে …
আনন্দ উল্লাসে নাচরে আজ …
অবুজ নিশাগ্রস্থের মত নাচিসনা আর দুঃখী মানুষের কথা ভেবে দেখ আজ …
ঈদের এই দিনে হাজারো মন কাঁদে …
ভেবে দেখ সেই গরীব দুঃখীর কথা আজ …
তাঁদের পাশে দাড়াও নতুন স্বপ্ন নিয়ে আজ …
এ রাত শেষে ঈদের দিন শুভ হোক …
আনন্দ উল্লাসে নাচরে আজ …
জোয়ারে তোলো গাঁও কিংবা শহরে …
ধনী গরীবের বৈষম্য আজ ভাঙরে …
যদি একটু সময় পাও আমার বাড়ি ঘুরে যাও …
ঈদের এই খুশীতে বলবো তোমায় আসিতে …

————————————-
ইসমাইল
১৬,১০,১৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *