অবাক হয়ে রই
———————–

সুখের এই মেঘের দেশে …
সূর্য মামা দেয় যে হেঁসে …
অবাক হয়ে রই …
সুখের এই মেঘের দেশে …
সবাই হাঁসে অবাক বেশে …
রাতের এই অন্ধকারে চাঁদটা গেল কই …
স্বপ্ন এল জগত গুরে …
বাতাস করে হইচই …
ঘূর্ণি হাওয়া উড়িয়ে নিল …
স্বপ্নটাকে ভেঙ্গে ছুড়ে বাস্তবতা দেখা দিল …
স্বপ্নিল এই স্বপ্নের বেশে , বাস্তবাতা দেয় যে হেঁসে …
অবাক হয়ে রই …
আমার স্বপ্ন আমার কাছে বাস্তব মামা কই …?
চাঁদ মামা কাছে এসে চুপি চুপি মিষ্টি হেঁসে …
সূর্য মামা কই …
সূর্য মামা এসে বলে আমি আজ আমিই নই …
বাস্তবতার যন্ত্রণার আগুনে নিজেই ক্লান্ত হয় …
অতীত কথা ভেবে নিজেকে অনেক বোকা লাগে …
সুখের এই মেঘের দেশে …
সূর্য মামা দেয় যে হেঁসে …
অবাক হয়ে রই …
===——–====
ইসমাইল
২০,১০,১৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *